বাংলাদেশের পর এবার ভারতকে রুখে দিলো শ্রীলঙ্কা

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

সাফে ১০ জনের দল হয়েও বাংলাদেশ রুখে দিয়েছে ভারতকে। এবার সাতবারের চ্যাম্পিয়নদের জিততে দেয়নি শ্রীলঙ্কাও। বৃহস্পতিবার মালের জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে ভারত-শ্রীলঙ্কা।
এই ড্র ভারতের জন্য মোটেও সুখকর হয়নি। টানা দুই ম্যাচ ড্র করে সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। বিপরীতে আগের দুই ম্যাচ হেরে লঙ্কানরা এবার প্রথম পয়েন্ট পেয়েছে। যদিও তাদের জন্য ফাইনালে ওঠার পথ আগেই বন্ধ হয়ে গেছে।
ফিফা র্যাং কিংয়ে ভারত ১০৭তম অবস্থানে। আর লঙ্কানরা আছে ২০৫-এ। তাই ম্যাচটিতে ছেত্রীদের জয়ের সম্ভাবনাই ছিল বেশি। কিন্তু মাঠের লড়াইয়ে বল দখলের পাশাপাশি আক্রমণে এগিয়ে থেকেও ছেত্রীরা লক্ষ্যভেদ করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে লঙ্কানদের জালে বল জড়ালেও ফাউলের কারণে গোলের বাঁশি বাজেনি! লঙ্কানরাও রক্ষণ জমাট করে প্রতি আক্রমণে চেষ্টা করেছে। কিন্তু সফল হতে পারেনি। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে দু’দল।