বসতবাড়িতে আগুনে একজনের মৃত্যু চন্দনাইশে, ক্ষতি ৮ লাখ টাকা

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ »

চন্দনাইশে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে পুড়ে মারা গেলেন মমতাজ বেগম (৫৫) নামে এক নারী। শুক্রবার হাশিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মুন্সি পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহত মমতাজ বেগমের বাড়ি একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়ায়। তিনি মৃত বাদশা মিয়ার স্ত্রী।
এ ঘটনায় আহত হয়েছেন নিহত মমতাজ বেগমের ভাই মওলানা আবদুল হক (৫০) ও তার স্ত্রী জোহরা বেগম (৪০)।
জানা গেছে, শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি পাড়া মওলানা আবদুল হক বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬ থেকে ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হাশিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল আলম বদন জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টায় ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা তা নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের একটি ঘরে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে স্থানীয়রা প্রায় ১ ঘণ্টার চেয়ে বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
প্রসঙ্গত, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও খাদ্যসামগ্রী প্রদান করেন ইউএনও নাছরীন আক্তার। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ বিন ইসহাক, ইউপি সদস্য শামসুল আলম বদন প্রমুখ।