বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিবেদক  <
আসছে ঘূর্ণিঝড়। আগামী ২৬ মে এটি বাংলাদেশ সুন্দরবন উপকূল দিয়ে অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে সৃষ্টি হওয়া লঘুচাপটি কয়েকদিনের মধ্যে নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পতেঙ্গা কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন, ‘আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি এখনো বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানায় আসেনি। তবে তা সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর ২৫ মে’র দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।’
ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা কোন দিক দিয়ে অতিক্রম করবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ধারণা তা সুন্দরবন উপকূল হয়ে ভারতীয় উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে এখনই এবিষয়ে চূড়ান্ত করে কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, চলতি মাসে একাধিক নিম্নচাপের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। বছরের এসময় সাগরে ঝড়ের সৃষ্টি হয়ে থাকে। অপরদিকে গত কিছুদিন ধরে টানা গরমে উত্তপ্ত আবহাওয়া বিরাজ করছে।