বঙ্গবন্ধু বিশ^ ইতিহাসের কালোত্তীর্ণ মহাপুরুষ

‘বঙ্গবন্ধু চিরন্তন’ স্মরণিকার মোড়ক উন্মোচনে এম এ সালাম

‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ইতিহাসজয়ী মহাপুরুষ। তিনি বাংলা ও বাঙালির ইতিহাসের মহানায়ক। তার জীবনালেখ্য বাঙালির সাধনা। বিশে^র ইতিহাস অনুসন্ধিৎস্যু ও গবেষণালব্ধ মানুষের সাহসী প্রাণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনচরিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ^ ইতিহাসের কালোত্তীর্ণ মহাপুরুষ।’
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্্যাপন পরিষদের উদ্যোগে প্রকাশিত ‘বঙ্গবন্ধু চিরন্তন’ এর প্রকাশনা উৎসবে জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম উপরোক্ত মন্তব্য করেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্্যাপন পরিষদের উদ্যোগে প্রকাশিত ‘বঙ্গবন্ধু চিরন্তন’ এর প্রকাশনা উৎসব গতকাল সকাল ১১টায় নগরীর চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘বঙ্গবন্ধু চিরন্তন’ এর মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। এ সময় এমএ সালাম আরো বলেন ‘বঙ্গবন্ধু চিরন্তন’ তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুকে জানার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, আগামী প্রজন্মের জন্য সাহসী প্রেরণার আধার হয়ে কাজ করবে ‘বঙ্গবন্ধু চিরন্তন’।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. মোহাম্মদ সেকান্দর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিছ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আহমদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাবু, বীর মুক্তিযোদ্ধা বিজয় ধর, বীর মুক্তিযোদ্ধা বাদল মালী, যুদ্ধাহত সরওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড চট্টগ্রাম মহানগরীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন চৌধুরী। বিজ্ঞপ্তি