ফটিকছড়ির নাজিরহাট হাইওয়ে পুলিশের মাস্ক বিতরণ 

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি :

করোনা সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। জনসচেতনতা সৃষ্টি ও লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে মাস্ক বিতরণ করছেন ফটিকছড়ির নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা সদর বিবিরহাট বাস  স্টেশনে, ঝংকার মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষ ও চালকদের মাঝে মাস্ক বিতরণসহ মাস্ক ব্যবহারে সচেতন করেন।  এ সময় ফটিকছড়ি নাজিরহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মুক্তার হোসেন, হাইওয়ে পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁডির অফিসার ইনচার্জ মুক্তার হোসেন বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাসের দ্বিতীয়  ঢেউ প্রতিরোধে সাধারণ মানুষকে মাস্ক পরিধানের জন্য সরকারি নির্দেশনার প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষে পুলিশ ফাঁড়ি পক্ষ থেকে প্রায় ৪ হাজার মাক্স বিতরণ করা হয়ছে।