প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় দেশ মজবুত অবস্থানে

আনোয়ারায় ভূমিমন্ত্রী জাবেদ

সংবাদদাতা, আনোয়ারা »

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, বিএনপির শাসনামলে দেশের কোনো উন্নয়ন হয়নি, তারা জনগণের টাকা হরিলুট করেছে। কিন্তু আওয়ামী লীগের শাসনামলে দেশের উন্নতি হচ্ছে। সেই ধারাবাহিকতায় নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের স্বপ্নও পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশ আজ মজবুত অবস্থানে আছে।

তিনি গতকাল শনিবার উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন এবং বিজ্ঞান ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় ভূমিমন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের শুধু বিদ্যালয়ে পাঠিয়ে আপনাদের দায়িত্ব শেষ নয়। আপনার সন্তান কোনো খারাপ কাজে লিপ্ত হচ্ছে কি না, কারো খারাপ সঙ্গ পাচ্ছে কি না, ক্লাস ফাঁকি দিচ্ছে কি না এ বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে সচেতন করতে তিনি বলেন, নির্বাচনের আগে অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করবে কিন্তু আপনারা নিজেদের বিবেক দিয়ে সত্য-মিথ্যা যাচাই করবেন। মনে রাখতে হবে স্মার্ট বাংলাদেশের নৌকার যাত্রীদেরও স্মার্টভাবে চলতে হবে।

এলাকার পানি সমস্যার প্রশ্নে তিনি স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, পানি সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এর একটা ব্যবস্থা গ্রহণ করবো।

মাদকের বিষয়ে তিনি বলেন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে মাদক পরিহার করতে হবে। মনে রাখবেন আপনারা যাতে অভ্যস্ত হবেন আপনাদের ছেলেমেয়েরাও সে অভ্যাসের দিকে ধাবিত হবে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি রঘুপতি সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল ইসলাম, আনোয়ারা উপজেলার আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মুমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলি, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহর কান্তি পাল, কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশুচন্দ্র দেবনাথ, সাবেক প্রধান শিক্ষক নীহারিন্দ্র বড়ুয়াসহ স্কুলের অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।