প্রথম দিনে অংশ নেয়নি ১ হাজার ৬০৭ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে পরীক্ষায় অংশ নেয়নি ১ হাজার ৬০৭ শিক্ষার্থী। গতকাল রোববার সকাল ১০টায় শুরু হওয়া এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬০৭ জন শিক্ষার্থী অংশ না নেওয়ার তথ্যটি জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

তিনি জানিয়েছেন, এবার ২১৬ কেন্দ্রে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ১২৭ কেন্দ্রের মধ্যে মোট শিক্ষার্থী ৯৯ হাজার ৬৭৩ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৯৮ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিলো ১ হাজার ৭৯ জন। কক্সবাজার জেলার ৩০ টি কেন্দ্রের মধ্যে ছিলো ২১ হাজার ৬৮৬ জন। পরীক্ষা দিয়েছে ২১ হাজার ৪০৪ জন। পরীক্ষায় অংশ নেয়নি ২৮২ জন। রাঙামাটি জেলার ২১ টি কেন্দ্রের মধ্যে পরীক্ষার্থী ছিলো ৭ হাজার ২৪৯ জন। পরীক্ষা দিয়েছে ৭ হাজার ১৭৮ জন। অনুপস্থিত ছিলো ৭১ জন শিক্ষার্থী।

খাগড়াছড়ি জেলার ২৩ টি কেন্দ্রের মধ্যে ৮ হাজার ১৮১ জনের মধ্যে ৮ হাজার ৭৩ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিলো ১০৮ জন। অপরদিকে বান্দরবান জেলার ১৫ টি কেন্দ্রের মধ্যে ৪ হাজার ৬৯৭ জন পরীক্ষার্থী ছিলো। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৪ হাজার ৬৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিলেন ৬৭ জন।
প্রথম পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করেছেন। আশা করি, কোনো ভোগান্তি ছাড়াই পুরো এসএসসি পরীক্ষা শেষ করতে পারবো।’