প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও শনাক্ত

করোনা টেস্টের জন্য নমুনা নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক <<
চট্টগ্রামে করোনার দ্বিতীয় ঢেউয়ে উদ্বেগজনকহারে বাড়ছে শনাক্তের সংখ্যা। প্রতিদিনই গড়ছে নিত্য নতুন রেকর্ড। আশঙ্কাজনকহারে বাড়তে থাকা সংক্রমণে সর্বোচ্চ শনাক্ত হচ্ছে চট্টগ্রামে। সর্বশেষ চট্টগ্রামে একদিনেই সর্বোচ্চ ৫৪১ জন শনাক্তের রেকর্ড দেখেছে চট্টগ্রামবাসী। সর্বোচ্চ শনাক্তের পাশাপাশি থেকে নেই মৃত্যুর সংখ্যা। রোববারের সর্বোচ্চ ৯ জনের মৃত্যুর পরেই গতকাল সোমবারে নতুন করে মারা গেছে আরো ৭ জন। এ নিয়ে চলতি মাসের ১২ দিনে ৪১ জনের মৃত্যুসহ চটগ্রামে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৩০ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত রোববার চট্টগ্রামের ৮ টি ল্যাবে ২ হাজার ৬০৩ নমুনায় শনাক্ত হয়েছেন ৫৪১ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ২০ দশমিক ৭ শতাংশ। শনাক্তদের মধ্যে নগরীতে ৪৫২ জন এবং উপজেলায় ৮৯ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৩৫ হাজার ৯৮৩ জন এবং উপজেলায় ৮ হাজার ৮৭৭ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ হাজার ৮৬০ জন। গত ২৪ ঘণ্টায় নগরীতে ৬ জন এবং উপজেলায় একজনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৭ জন। এ নিয়ে নগরীতে ৩১৫ জন এবং উপজেলায় ১১৫ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৩০ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ৭৫৯ নমুনার মধ্যে ৭৯ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৯৭ নমুনায় ১২১ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৪৩৮ নমুনায় ২৮ জন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮৯ নমুনায় ৯৫ জন, ইমপেরিয়ালে ৩২১ নমুনায় ১০৩ জন, শেভরনে ৪৩২ নমুনায় ৮৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫১ নমুনায় ২৩ জন, এবং আরটিআরএল ল্যাবে ১৬ নমুনায় ৪ জন করোনায় শনাক্ত হয়েছেন।