প্রতিটি নেতাকর্মীকে জিয়া পরিবারের সদস্য মনে করেন তারেক রহমান

ঈদ উপহার প্রদানকালে আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, করোনা ভাইরাসের এই দুর্যোগে জাতি এক কঠিন সময় অতিক্রম করছে। দিনমজুর, নিম্ন মধ্যবিত্ত ও সর্বস্তরের মানুষগুলো এখন খুব কষ্টের মধ্য দিয়ে তাদের দিন পার করছে। মানুষের এই দুর্যোগ মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় জনগণের পাশে থাকেন। তিনি বিদেশে অবস্থান করলেও সব সময় নেতাকর্মী ও দেশের মানুষের খোঁজ খবর রাখছেন। যার কারণে দলের প্রতিটি নেতাকর্মীকে নিজের পরিবারের সদস্য মনে করেন তারেক রহমান। বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার গুম, খুন ও নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার প্রদানকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, করোনাকালীন দিনগুলো যতই কঠিন ও ভয়াবহ হচ্ছে বিএনপি ততই ঐক্যবদ্ধ হচ্ছে। জনগণের দল হিসেবে পাশে গিয়ে দাঁড়াচ্ছে। দলমত নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ হয়ে এ সংকট মোকাবেলা করতে হবে। নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করে গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবি জানান। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ আজিজের সঞ্চলনায় উপস্থিত ছিলেন মোস্তাক আহমদ খান, শফিকুর রহমান স্বপন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, সাংবাদিক জাহিদুল করিম কচি, নুরুল আমিন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, হারুন জামান, মনজুর আলম চৌধুরী মঞ্জু, কামরুল ইসলাম,নাজমুল মোস্তাফা আমিন, জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দিন, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, রিপন তালুকদার, মো. ইদ্রিস আলী প্রমুখ। বিজ্ঞপ্তি
দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহিদুল আলম শহিদ, সাধারণ সম্পাদক মো. মহসীন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম রাহী, নগর যুবদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল, ফৌজুল কবির ফজলু প্রমুখ। বিজ্ঞপ্তি