প্রচারণা শুরু করলেন নোমান আল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক »

মহানগরের ৬টি ওয়ার্ডের ১৮টি ইউনিটে বৈঠক করার মাধ্যমে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনী প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নগরের বহদ্দারহার বাড়ি জামে মসজিদে আসরের নামাজের পর মিলাদ ও মোনাজাতের মধ্যদিয়ে তিনি প্রচারণা শুরু করেন। এসময় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

মিলাদ ও মোনাজাত শেষে ইফতারের পরে বহদ্দারহাট মোড় থেকে কাপ্তাই রাস্তার মাথা, সেখান থেকে অনন্যা আবাসিক হয়ে অক্সিজেন মোড়, পরে ২ নম্বর গেইট দিয়ে স্টেডিয়ামে গিয়ে এ প্রচারণা অনুষ্ঠান শেষ হয়।

প্রচারণা শেষে প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ সুপ্রভাতকে বলেন, ‘আমি আজ (বৃহস্পতিবার) প্রচারণা শুরু করেছি। শুরুতেই ৬টি ওয়ার্ডের গিয়েছি। বিপুল সাড়া পেয়েছি। শুধু রাজনৈতিক অঙ্গন নয়, সামাজিক ও ক্রীড়াঙ্গনের মানুষও আমাকে সাড়া দিয়েছেন। আমি যদি নির্বাচিত হই, তাহলে সর্বপ্রথম এলাকার আমাদের প্রয়াত সাংসদের অসমাপ্ত কাজগুলো শেষ করবো।’