পটিয়ায় পৌরসভার গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি, পটিয়া »

পটিয়ায় পৌরসভার ৩টি গাছ দুর্বৃত্তরা কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পৌরসভার পরিচ্ছন্ন ও পরিবেশ বিভাগের কর্মকর্তা সাজু দে বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ করলেও গাছগুলো উদ্ধার করতে পারেননি। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুচক্রদন্ডী এলাকা থেকে দুর্বৃত্তরা রাতের আঁধারে এসব গাছ কেটে নিয়েছে।

জানা গেছে, পৌরসভার সুচক্রদন্ডী এলাকায় রাস্তার পাশে প্রায় ৩০ বছরের পুরনো তিনটি গাছ ( রেনট্রি) রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। গাছকাটার বিষয়ে পৌরসভার মেয়র আইয়ুব বাবুল ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয়কাউন্সিলরকে এ সংক্রান্তে একটি প্রতিবেদন একদিনের মধ্যে দাখিলের জন্য বলেন। কিন্তু প্রতিবেদন দাখিল করা হয়নি। পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা ও মামলার বাদী সাজু দে জানিয়েছেন, গাছগুলো পৌরসভার। স্থানীয় তাপস দে গাছগুলো কেটে নিয়েছে। যার কারণে পৌর মেয়রের নির্দেশক্রমে থানায় একটি অভিযোগ হয়েছে।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, পৌরসভার ৩টি গাছ কেটে নেওয়া সংক্রান্তে থানায় অভিযোগ হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।