নেটফ্লিক্স অরিজিনাল : যা আসছে ১২ আগস্ট পর্যন্ত

সুপ্রভাত বিনোদন ডেস্ক »

নেটফ্লিক্স সিরিজ ‘কন্ট্রোল জি’-এর দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছে বুধবার (৪ আগস্ট)। হাইস্কুলকেন্দ্রিক এ সিরিজের গল্পটা এক হ্যাকার ও চুপচাপ ঘরানার সোফিয়াকে নিয়ে। ওই হ্যাকার সব শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ফাঁস করতে থাকে। আর সোফিয়া চুপিসারে খুঁজতে থাকে ওই হ্যাকারকে। নতুন রান্নার সিরিজ ‘কুকিং উইথ প্যারিস’ও মুক্তি পেয়েছে এদিন।
আগস্টের ৬ তারিখ নেটফ্লিক্সে আসছে নতুন অ্যাকশন থ্রিলার সিরিজ ‘হিট অ্যান্ড রান’। ইসরায়েলের তেল আবিবে সড়ক দুর্ঘটনায় মারা যায় সেগেভের স্ত্রী দানিয়েল। সেটার সূত্র ধরেই বদলে যায় সেগেভের জীবন। শুরু হয় এক দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার। এ ছাড়াও এ দিন থেকে দেখা যাবে ‘নাভারাসা’, ‘দ্য সোয়ার্ম’ ও ‘ভিভো’ সিরিজগুলো।
নেটফ্লিক্স এনিমে ‘শামান কিং’ মুক্তি পাবে ৯ আগস্ট। ১০ তারিখ আসছে প্রামাণ্যচিত্র ‘আনটোল্ড।’ ১১ তারিখ মুক্তি পাচ্ছে সিরিজ ‘বেইক স্কোয়াড’-এর প্রথম সিজন। এ ছাড়া নেটফ্লিক্স অরিজিনাল মুভি ‘দ্য কিসিং বুথ’-এর তৃতীয় পর্বও আসবে এদিন।
১২ তারিখ নেটফ্লিক্সে আসবে জর্দানে নির্মিত মিনি সিরিজ ‘আলরাওয়াবি স্কুল ফর গার্লস’-এর প্রথম সিজন। স্কুলে বুলিংয়ের শিকার কিশোরী রুকাইয়া সিদ্ধান্ত নেয়, তাকে যারা নির্যাতন করেছে সেই কিশোরীদের ওপর যেকোনও মূল্যে প্রতিশোধ নিতে হবে। এরপর একে একে ঝুঁকিপূর্ণ সব সিদ্ধান্ত নিতে শুরু করে সে।