নিথর দেহে ফিরবে বাড়ি নৃত্যশিল্পী শিল্পা

নিজস্ব প্রতিনিধি, কাউখালী »

শিল্পা চাকমা, বাড়ি রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া এলাকায়। লেখাপড়ার পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত ও পরিচিত করে তুলেছে পাহাড় ও সমতলের মানুষের কাছে। ২২ বছর বয়সী এই নৃত্যশিল্পী শিল্পা চাকমার জীবন আলো হঠাৎই নিভে গেলো একটি দুর্ঘটনায়।
শিল্পার পরিবারের বরাত দিয়ে ঘাগড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পূর্ণধন চাকমা জানান, ২৯ জুলাই ঢাকা থেকে কক্সবাজারে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কক্সবাজার যায় কালার্স অফ হিল টিম। বিকেলে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে ঘুরতে বের হলে তাদের বহনকারী জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে মারাত্মক দুর্ঘটনার শিকার হয় ৫ জন। মুমূর্ষ অবস্থায় শিল্পাকে প্রথমে কক্সবাজার ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। ৩১ জুলাই একটি অস্ত্রোপাচার করা হলেও অবস্থার উন্নতি হয়নি শিল্পার। সর্বশেষ সোমবার সকালে চমেকের আইসিইউতে তার মৃত্যু হয়। কালচারাল অফ হিল এর হয়ে আর দেখা যাবেনা এই প্রতিভাবান নৃত্যশিল্পীকে।
শিল্পা চাকমা, ঘাগড়া মহিলা ফুটবল দলের কোচ শান্তিমনি চাকমা’র মেয়ে।
আজ মঙ্গলবার বিকাল ৩ টায় তার নিজবাড়িতে তাকে সৎকার করা হবে বলে জানিয়েছে ঐ ইউপি সদস্য।