নিউজিল্যান্ড থেকে সুজন জানালেন, কঠিন সময় যাচ্ছে

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

দুই টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ দল। শুক্রবার স্থানীয় সময় সকালে ক্রাইস্টচার্চে পৌঁছেছে মুমিনুল হকরা। পৌঁছেই সাত দিনের কোয়ারেন্টিনে চলে গেছে পুরো দল। তিন দফা করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই কেবল মুক্তি মিলবে ক্রিকেটারদের।

নিউজিল্যান্ডে রুমবন্দি প্রথম দিন শেষে এক ভিডিও বার্তায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়ছেন, খুব কঠিন সময় পার করছেন মুমিনুলরা। সুজন বলেছেন, ‘আজকে (শনিবার) আমাদের কোয়ারেন্টিনের প্রথম দিন। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পর দুজন নার্স এসেছিলেন, আমাদের জ্বর মাপার জন্য। বাকি সব খোঁজ-খবর নেওয়ার জন্য। এখানে (নিউজিল্যান্ড) পৌঁছানোর পর সবাই যার যার রুমে যাই। এখনও কারও সঙ্গে কারও দেখা হয়নি। শুধুমাত্র ভিডিও কল ছাড়া।’

রুমবন্দি কোয়ারেন্টিন চলাকালে কারও সঙ্গে দেখা করা বা নির্দিষ্ট কক্ষের বাইরে বের হওয়া যাবে না। সুজন বললেন, ‘টাফ টাইম। পাকিস্তানের বিপক্ষে খেলে আসার পরপরই ছেলেরা…। টাফ টাইম যাচ্ছে। আরও দুই-তিন দিন কষ্ট করতে হবে, তারপর আমরা গ্রুপ হিসেবে অনুশীলন করতে পারবো, জিম করতে পারবো। তারপর আস্তে আস্তে অনুশীলন শুরু করতে পারবো।’

নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টিন প্রটোকলের কারণেই বাংলাদেশকে আগেভাগে যেতে হয়েছে। গতবার ১৪ দিনের রুম কোয়ারেন্টিন করতে হয়েছিল। এবার থাকতে হবে সাত দিন। পুরনো অভিজ্ঞতার কারণে এবার কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন সুজন, ‘আমি আশা করি, কয়েকদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। এছাড়া আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি; দোয়া করবেন।’

করোনা পরীক্ষার ফল সাপেক্ষে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করার সুযোগ পাবে সফরকারীরা। সাত দিনে তিনটি কোভিড টেস্ট করানো হবে। করোনা নেগেটিভ হলেই মুক্ত হয়ে চলাফেরা করতে পারবেন তারা।

গত ২০ বছরে নিউজিল্যান্ডের মাটিতে ৩২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনও ফরম্যাটে একটি ম্যাচও জিততে পারেনি। বিশ্বকাপ ব্যর্থতার পর দলের অবস্থা এমনিতেই টালমাটাল। তার ওপর পাকিস্তানের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স তো আছেই।

এবারের সফরে দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে তামিমকে বিবেচনা করা হয়নি। অন্যদিকে আগেরবারের মতো এবারও নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান।

নতুন বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ, ফজলে মাহমুদ রাব্বি।