নালা প্রশস্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক করল চসিক

প্রবর্তক মোড়ে অভিযান

নগরীর পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়ের পাশে কল্লোল সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার সকালে এই অভিযান চালানো হয়। করপো রেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটরা প্রত্যক্ষ করেন- শিশু একাডেমি এলাকা হয়ে আসা নালার কিছু অংশ সংকুচিত করে কল্লোল সুপার মার্কেটের সীমানার ভিতর দিয়ে চলে গেছে। মার্কেট সীমানায় নালা সংকুচিত হওয়ার কারণে সামান্য বৃষ্টি হলে প্রবর্তকসহ ওই এলাকায় জলজটের সৃষ্টি হয়। দায়িত্ব নেয়ার পর থেকে এই সমস্যা চসিক প্রশাসকের নজরে আসে। প্রশাসক উক্ত স্থান একাধিকবার পরিদর্শন করে এ সমস্যার সমাধানের পথ খুঁজেন। তাই কল্লোল সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে জনস্বার্থে নালাটি প্রশস্ত করে পনিপ্রবাহ স্বাভাবিক করা হয়েছে। বিজ্ঞপ্তি