নগরীতে নানা আয়োজনে বিজয় দিবস

সুপ্রভাত ডেস্ক »

নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হলো মহান বিজয় দিবস।

১৬ ডিসেম্বর (শনিবার) সূর্যোদয়ের পর নগরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ রাসেল চত্বরে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়। এর মাধ্যমে বিজয় দিবসের বার্তা ও একাত্তরে বীর সেনানীদের স্মরণ করেছে চট্টগ্রামবাসী।

সকাল ৬টার কিছু পরে ২২ চট্টগ্রামের মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অস্থায়ী শহীদ মিনারে প্রথমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সশস্ত্র অভিবাদন জানানো হয়। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এসময় মেয়র বলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে চট্টগ্রাম থেকেই। এখানকার যুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে বিজয়ের চেতনায় চট্টগ্রামকে  সাজানো হবে।

এরপর একে একে শ্রদ্ধা জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এম শফিউল্লাহ।

এরপর সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার।

মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ওয়ার্কাস পার্টি, জাসদ, জাতীয় পার্টি, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফন্ট, স্বেচ্ছাসেবক লীগ, উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনগুলো শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।