দোহাজারীর সাঙ্গু তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ »

চন্দনাইশ উপজেলার দোহাজারী সাঙ্গু নদীর তীর (চাগাচর মৌজা) থেকে অবৈধভাবে মাটিকাটার যন্ত্র (ভেকু) দিয়ে মাটিকাটার অপরাধে মো. মিন্টু (৩৮) নামের এক ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

গত রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ অর্থদ- দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে দোহাজারী পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক জানান, অবৈধভাবে মাটিকাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন-২০১০-এর ধারায় তাকে জরিমানা করা হয়। কৃষিজমি থেকে যেন কেউই অবৈধভাবে মাটি কাটতে না পারে সেজন্য এ অভিযান অব্যাহত রাখা হবে।