দেশগ্রামে বিজয় দিবসের বর্ণাঢ্য আয়োজন

চকরিয়া : আমাদের চকরিয়া প্রতিনিধি জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডস্থ কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আয়োজনে ১৬ ডিসেম্বর আলোচনা ও ভার্চুয়াল প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী পঞ্চম শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার। কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা (এসএমসি) কমিটির সভাপতি সাংবাদিক এম.জিয়াবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো.আবু জাফর, চকরিয়া পৌরসভা ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নুরুস শফি, পৌরসভা যুবলীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিন। উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আমেনা বেগম, সহকারি শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারী শিক্ষক পারভীন আক্তার, সহকারি শিক্ষক জেসমিন আক্তার, সহকারি শিক্ষক মিশোরী জন্নাত মিশু। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে এদিন বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে এসএমসি কমিটি, শিক্ষকমন্ডলী ও অভিভাবক মহল সামাজিক দুরত্ব বজার রেখে অনুষ্ঠানে অংশনেন।

আনোয়ারা : আমাদের আনোয়ারা প্রতিনিধি জানায়,লাল-সবুজের পতাকা হাতে, মুখে মুখে জয় বাংলা শ্লোগান। অনুভবে দেশাত্মবোধ। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ৩ কিলোমিটাল মহাসড়কে হাজারো নেতাকর্মী নিয়ে পায়ে হেঁটে চট্টগ্রামের কর্ণফুলীতে বিজয় দিবসের বর্ণিল শোভাযাত্রা করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বড়উঠান ইউপি চেয়ারম্যান মো. দিদারুল আলম চৌধুরী।বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে বড়উঠান এলাকা থেকে শুরু করে শোভাযাত্রাটি কলেজ বাজার এ.জে চৌধুরী ডিগ্রী কলেজ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুম্পস্ত অর্পণ করেন এবং সভাবেশে মিলিত হয়। সমাবেশে তারা পতাকা নাড়িয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। সমাবেশে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মোমেনা আক্তার নয়ন, উপজেলা যুবলীগের সহ সভাপতি শহিদ উল্লাহ্, ইউপি সদস্য আলমগীর চৌধুরী, নাসির উদ্দিন, মহিলা ইউপি সদস্য সানোয়ারা বেগম, মঞ্জু আক্তার, জুসি  হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মুজিবুর রহমান সুমন, বাসু দেব শীল, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি সেলিম উদ্দিন, মাসুদ ইয়াছিন, পারভেজ ইসলাম টিটু, হাবিবুল্লাহ্ সোহেল, মোহাম্মদ ফারুক, রেজাউল করিম টিটু, রুপন ধর, আবদুল করিম, ডমনিক রোজারিও দিলিপ, পেট্টিক বাবু,  মোহাম্মদ একরাম, আবদুল শুক্কুর, হাজী ইকবাল, আনিস উদ্দিন, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ ইছহাক, জসিম উদ্দিন, তৌহিদ মুন্সী, নেজাম উদ্দিন, শাহনাজ বেগম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আলা উদ্দিন আজাদ সোহেল, আবুল বশর ছোটন, পারভেজ জুয়েল, আরাফাত উদ্দিন, ওয়াহিদুল হক বিকি, নুর উদ্দিন নয়ন, আবদুল হামিদ, মাঈনুদ্দিন খান মাসুম, অহিদুল আলম খোকন, ইব্রাহিম। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কলেজ বাজার এজে চৌধুরী ডিগ্রী কলেজ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা অর্পণ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। এসময়ে সংগঠনের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, সাধারন সম্পাদক আমজাদ হোসেন, সহ সভাপতি আজিম উদ্দিন সাগর, আবদুল জলিল লিটন, মোহাম্মদ জসিম উদ্দিন, আবদুল করিম, হারুনুর রশিদ,  লোকমান আলম রোকন, যুগ্ম সাধারন সম্পাদক সাঈদ খান আরজু, সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ বাবুল, প্রচার সম্পাদক আবদুল গফুর, সাংবাদিকতা বিষয়ক সম্পাদক সোহেল হায়দার, দপ্তর সম্পাদক আলী আকবর সুজন, সহ দপ্তর জসিম উদ্দিন, অর্থ সম্পাদক সেলিম ওয়াহিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, পরিবেশ বিষয়ক সম্পাদক সোহেল আরমান, নাট্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক, বাণিজ্য বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তাফা রাজু, মৎস্য ও প্রানী বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী নুর, কায্যকরী সদস্য আবদুল গনিসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া : আমাদের লোহাগাড়া প্রতিনিধি জানায়,গত ১৬ ডিসেম্বর বুধবার লোহাগাড়ায় মহান বিজয় দিবস যথাযথভাবে উদ্যাপন করা হয়েছে। লোহাগাড়া কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে সকাল হতে শ্রদ্ধঞ্জলি অর্পন করা হয়। শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকালে সূর্যোদয়ের সাথে সাথে লোহাগাড়া উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও লোহাগাড়া থানা পুলিশের পক্ষে পুষ্পার্ঘ অর্পন করা হয়। এসময় এক মিনিট নীরবতা পালন করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এছাড়াও লোহাগাড়া মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও লোহাগাড়া প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০টায় লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংর্বনা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ আহসান হাবিব জিতু। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এবং মুক্তিযোদ্ধা আকতার আহমদ সিকদার। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইছামিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার। অনুষ্ঠানে এলাকার মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন স্তরের লোকজন যোগদান করেন। বিকেল বেলায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সাংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষক সম্পাদক গোলাম ফারুক ডলার।

বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন হিরু, চেয়ারম্যান জহির উদ্দিন, মিয়া মোহাম্মদ শাহজাহান, আসহাব উদ্দিন, মিজানুর রহমান, ইউসুফ কবির ও একেএম আসিফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লোহাগাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। আলোচনায় সভায় বক্তরা বলেন মৌলবাদীদের ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগেরসহ সকল স্তুরের নেতা কর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জনানো হয় এ সভায়।

মিরসরাই : আমাদের মিরসরাই প্রতিনিধি জানায়,উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবস উপলক্ষে বারইয়ারহাট কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে ওই দিন বিকালে হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা মিয়া সওদাগরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ডা. দাউদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক অর্জুন দাশ, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন মেম্বার, ১ নম্বর ওয়ার্ডের সধারণ সম্পাদক জামাল উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এমরানুল হক, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মুনাছির সওদাগর, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি জাফর আহম্মদ, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।

টেকনাফ : আমাদের টেকনাফ প্রতিনিধি জানায়,১৬ ডিসেম্বর বুধবার সকাল ৭ টার দিকে টেকনাফ প্রেসক্লাবের আহবায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি ছৈয়দ হোছাইন, আশেক উল্লাহ ফারুকী, প্রেস ক্লাবের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, আবুল কালাম আজাদ, নুরুল হক, টেকনাফ ক্রাইম রিপোর্টাস সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু,  সাধারণ সম্পাদক জিয়াবুল হক, টেকনাফ ক্রাইম রিপোর্টাস সোসাইটির সহ-সভাপতি পিকলু দত্ত, শহীদুল ইসলাম শহীদ, অর্থ সম্পাদক সমশু উদ্দিন, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ, ওবায়দুল্লা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করে মহান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্প অর্পণের পর বিজয় দিবসের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

ফটিকছড়ি : আমাদের ফটিকছড়ি প্রতিনিধি জানায়,ফটিকছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। যদিও এবার করোনা ভাইরাসের কারণে কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে।বুধবার (১৬ ডিসেম্বর) প্রত্যুশে দিবসটি উপলক্ষে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। সকাল সাড়ে ৬টার সময় উপজেলা পরিষদের সামনে অবস্থিত শহীদ মিনার ও জাতীর জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রদি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সায়েদুল আরেফিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী শাহীন, জেবুন নাহার মুক্তা, সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট (ভূমি) জিসান বিন মাজেদ, ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ, মো. রবিউল ইসলাম সহ উপজেলায় কর্মরত বিভিন্ন কার্যালয়ের অফিসারবৃন্দ।এরপর সকাল সাড়ে ১০টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন, মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি (এমপি)।

মানিকছড়ি : আমাদের মানিকছড়ি প্রতিনিধি জানায়,১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে মানিকছড়ি উপজেলা প্রশাসন,আওয়ামী লীগ, থানা পুলিশ স্বেচ্ছাসেবী সংগঠন, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন রাজনৈনিক সংগঠনের নেতা-কর্মীরা সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন।সকাল ৬.২৬ মিনিটে উপজেলা শহীদ মিনারে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সহকারী কমিশনার(ভূমি) রিফাত আসমা,আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন,অফিসার ইনচার্জ আমির হোসেন, মো. আতিউল ইসলামসহ প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, স্বেচ্ছাসেবী, যুব রেড ক্রিসেন্ট, খেলোয়াড়রা পৃথক পৃথকভাবে পুস্পমাল্য নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।

রামগড় : আমাদের রামগড় প্রতিনিধি জানায়, সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় রামগড়বাসী স্মরণ করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি শেষে সকাল সাড়ে ৬ টায় বিজয় ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পন করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রামগড় উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, রামগড় পৌরসভা, রামগড় থানা,সামাজিক সংগঠন ও সরকারী-বেসরকারী বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনতা। পরে সকাল সাড়ে ৭টায় বিজয় ভাস্কর্য সম্মূখে প্রধান অতিথি ও বিশেষ অতিথি থেকে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী ও ইউএনও মু. মাহমুদ উল্লাহ মারুফ ও অফিসার ইনচার্জ সামসুজ্জামান।

উপজেলা তথ্য অফিসার বিশ্ব নাথ মজুমদার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ, সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় পৌর মেয়র মোহম্মদ শাহজাহান কাজী রিপন, অফিসার ইনচার্জ মো. সামসুজ্জামান, ইউএইচএফপিও ডা. প্রতীক সেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তফা হোসেন- সম্পাদক কাজী নুরুল আলম আলমগীরসহ সরকারি- বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও উপস্থিত ছিলেন।এছাড়া সকাল ১১টার ভার্চুয়াল অ্যাপের মাধ্যমে বিজয় দিবসের আলোচনা সভা, অনলাইনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, হাসপাতাল-এতিম খানায় উন্নতমানের খাবার বিতরণ, মসজিদ মন্দিরসহ স্ব-স্ব ধর্মিয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।