দুর্যোগে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিহার্য

আর এম অ্যাডুকেশন ফাউন্ডেশনের অনুষ্ঠানে ডা. বিদ্যুৎ বড়–য়া

‘মানবিক সমাজ গঠনে পরনিন্দা ও প্রতিহিংসামূলক মনোভাব পরিহার করে সমাজকর্মীদের একযোগে কাজ করতে হবে। সেবামূলক ও সামাজিক সংগঠনে স্বেচ্ছাসেবকরাই প্রধান শক্তি। সুস্থ সমাজ গড়ার অভিযাত্রায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অগ্রগণ্য। সকল দুর্যোগে এবং দেশ গঠনে স্বেচ্ছাসেবকরাই সর্বদা আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসে মানুষের কল্যাণে নিয়োজিত হয়।’
গতকাল সকালে স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচিতি ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়–য়া উপরোক্ত কথাগুলো বলেন।
নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ ফুড থিয়েটার রেস্টুরেন্টে শিক্ষা ও সেবামূলক সংগঠন ‘আর এম অ্যাডুকেশন ফাউন্ডেশন’র উদ্যোগে আয়োজিত স্বেচ্ছাসেবী মিলনমেলায় সভাপতিত্ব করেন আর এম অ্যাডুকেশন ফাউন্ডেশনের সভাপতি এম মেহেদী হাসান। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওব্যাট হেল্পার্স’র কান্ট্রি ম্যানেজার সোহেল আক্তার খান, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, আরএমইএফ’র উপদেষ্ঠা গিয়াস উদ্দিন, আবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জালাল মিয়া, সোনালী আবাসিক কল্যাণ সমিতির সহ-সভাপতি এম এ ফারুক, পপুলার জনকল্যাণ ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক এম এ জলিল, অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন’র সভাপতি মঞ্জুর আহমদ ও চেয়ারম্যান এইচ এম ওসমান গণি চৌধুরী, ছিন্নমূল কল্যাণ ট্রাস্টের সভাপতি ফরিদ উদ্দীন ও সাধারণ সম্পাদক আলাউল কায়সার ইমন, জীবন’র এডমিন মো. মোস্তাক রায়হান, আব্বাস আদনান, বিন্দু ফাউন্ডেশন’র পরিচালক জে আর চৌধুরী বাবু, সাকসেস মেথডের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, মোগলটুলী মানবতার সংস্থা’র সমন্বয়কারী মো. সালাহ উদ্দীন সরকার, হেশিয়ারা সমাজ উন্নয়ন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মো. মাইন উদ্দিন, ৩৩ টাকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এমএন ইসলাম রানা, গাউছিয়া কমিটি বাংলাদেশ, হালিশহর থানার সিনিয়র সহ-সভাপতি মু. আব্দুর রহিম চৌধুরী, হাজী বাদশা মিয়া ব্রিক ফিল্ড ব্যবসায়ী কমিটির সভাপতি মাসুদ পারভেজ প্রমুখ। বিজ্ঞপ্তি