দীঘিনালায় যুব রেড ক্রিসেন্ট ইউনিটের প্রচার

নিজস্ব প্রতিনিধি, দীঘিনালা :

দীঘিনালায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতামুলক প্রচারণায় চালিয়ে যাচ্ছে  যুব রেড ক্রিসেন্ট উপজেলা ইউনিটের স্বেচ্ছা সেবকরা।

উপজেলার বিভিন্ন সাপ্তাহিক হাটবাজারে আসা ক্রেতা বিক্রেতাদের সচেতন করার লক্ষে তাদের এ উদ্যোগ ।

গত মঙ্গলবার দীঘিনালা উপজেলার থানা বাজারে গিয়ে দেখা যায়, সাপ্তাহিক হাটে আসা ক্রেতা বিক্রেতাদের মাঝে সচেতনতামুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা।

এদের মধ্যে কেহ মাস্ক বিহীন লোকদের মাঝে মাস্ক পড়িয়ে দিচ্ছেন। অন্যদিকে আবার কেহ হ্যান্ড মাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনাকাটার পরামর্শ দিয়ে যাচ্ছেন।

বাজারে আসা জমির আলী জানান, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের এ উদ্যোগটা ভালো। এতে করে কেনাকাটাও হলো, সামাজিক দূরত্ব বজায় থাকলো।

এব্যাপারে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান সুজল চৌধুরী জানান, শুধুমাত্র সচেতনতার অভাবে সারা দেশে করোনা ভাইরাসের বিস্তার বেড়েছে। আমরা যদি একটু সচেতন হই তাহলে করোনা ভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব হবে।