তিন ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা

নগরীর আকবরশাহ এলাকায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক:
নকল মাস্ক, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করায় তিন ফার্মেসিকে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮ ধারায় ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০ জনু) নগরীর আকবরশাহ থানাধীন এলাকার কর্নেলহাটের জোন্স এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এসময় তিনি জরিমানা করেন।
এছাড়া বিকাল ৪টার পওে দোকান খোলা রাখায় একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে নগরীর পাচঁলাইশ, খুলশী, বায়েজিদ, চান্দগাঁও ও চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিল্লুর রহমান। এসময় বিকাল ৪টার পর দোকান খোলা রাখায় দোকানিকে ২ মামলায় হাজার টাকা জরিমানা করেন।