ঢাকার প্রথম ভার্চুয়াল আদালতের শুনানিতে ২ জনের জামিন

সুপ্রভাত ডেস্ক :

ঢাকার প্রথম ভার্চুয়াল আদালত রাজধানীর বনানীর ডাকাতি মামলার শুনানিতে দুই জনের জামিন দিয়েছেন।

মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনছারী আজ মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আসামি পক্ষের আইনজীবীর আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

মামলায় অভিযুক্ত মো. লিটন ও মো. সুমনকে বনানী থেকে গত ২২ মার্চ গ্রেপ্তার করা হয়। তারপর থেকে তারা কারাগারে ছিলেন।

দেশে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এর সংক্রমণের ফলে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে বন্ধ রয়েছে আদালতের কার্যক্রম।

এমন পরিস্থিতিতে ডিজিটাল পরিষেবার মাধ্যমে জরুরি মামলার শুনানি ও নিষ্পত্তি করতে ভার্চুয়াল আদালত পরিচালনা সংক্রান্ত অধ্যাদেশ জারি করে সরকার।