ঢাকায় শেষ পর্ব শুরু আজ

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

দলটা গুছিয়ে এনেছিলেন তামিম ইকবাল। বিপিএলের প্রথম পর্বের শেষ ম্যাচের আগে নিজের সেরা দলটাকেই মাঠে নামিয়েছিলেন। কিন্তু ইনজুরির কারণে দলের দুই বিদেশি ক্রিকেটার টম ব্যানটন ও কেশভ মহারাজ গেছেন ছিটকে। বাধ্য হয়ে তামিমকে খুঁজতে হয়েছে বিদেশি ক্রিকেটার। ইংলিশ ক্রিকেটার জেমন ফুলারকে তারা পেয়েও গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়ই যোগ দিয়েছেন দলের সঙ্গে। তামিমদের ফরচুন বরিশালের বিপিএলের শেষ ম্যাচ আজ শুক্রবার। তাদের প্লে’অফ প্রায় নিশ্চিত। কাগজে কলমে স্রেফ শুধু একটু বিপদ আছে। ওই বিপদ নিজেরা ডেকে না আনলে চতুর্থ দল হিসেবে দশম বিপিএলের প্লে’অফ নিশ্চিত বরিশালের। মিরপুরে বিপিএলের শেষ গন্তব্যে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে অকল্পনীয়, অভাবনীয় ব্যবধানে না হারলে তারা চলে যাবে চারে। আর যদি তারা আকাশচুম্বী ব্যবধানে হেরে যায় এবং খুলনা টাইগার্স নিজেদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে বড় ব্যবধানে হারায় তাহলে রান রেটের ব্যবধানে বরিশালকে টপকে খুলনা যাবে চারে যাবে। খবর রাইজিংবিডি.কম’র