ডোমখালী খালের ওপর নবনির্মিত ৫টি ব্রিজ উদ্বোধন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর উদ্যেগে গতকাল শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড এর তত্বাবধানে বাস্তবায়িত চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ডোমখালী খালের উপর নবনির্মিত ৫টি ব্রিজ, রিটেইনিং ওয়াল, খাল সংলগ্ন রাস্তা (আরাকান রোড) ও সংলগ্ন ফুটপাত উদ্বোধন করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এবং চউক চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ।

উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এ প্রকল্প বাস্তবায়নের জন্য চউক চেয়ারম্যান, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। নালা খালে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য নগরবাসীর প্রতি মেয়র অনুরোধ জানান।

কর্নেল মো. শাহ আলীর উপস্থাপনা ও সূচনা বক্তব্য এবং চউক চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ সমাপনী বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে চউক বোর্ড সদস্য, সচিব, প্রধান প্রকৌশলীর কর্মকর্তা কর্মচারীসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী এবং বিপুল সংখ্যক জনগণ অংশগ্রহণ করেন।