ডেঙ্গুতে আরও এক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম মাহেদুল (৩৫)। তিনি চলতি বছরের ১ জুলাই বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হন। একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৪ জুলাই) মারা যান। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়- গত চব্বিশ ঘণ্টায় ৩৩ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে চমেক হাসপাতালে ১১ জন, জেনারেল হাসপাতালে ৫ জন এবং অন্যান্য বেসরকারি হাসপাতালে ১৭ রোগী পাওয়া গেছে। উপজেলার মধ্যে সবচেয়ে আক্রান্ত বেশি সীতাকু-ে। সেখানে গত চব্বিশ ঘণ্টায় মোট ৮৯ জন আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয় ডেঙ্গুতে জানুয়ারিতে ৫৬ , ফেব্রুয়ারি ১১, মার্চ ৭, এপ্রিল ১৩, মে ৩২, জুনে ২৮২ জন এবং জুলাইয়ে ১৪৯ জন আক্রান্ত হয়েছেন। চলতি বছরে ৯ জনের মৃত্যু হয়েছে।

তারা হলেন আদনান (৭ মাস) , শারমিন আক্তকার (১৫), আবু জাফর(৪৩), সাকিবুল হাসান (১৬), সেলিনা খাতুন (৫৮) এবং নূর চৌধুরী (৭০), সুমাইয়া(১৬) শাহনাজ (৩০) নানজিবা নাওয়ার(৫) এবং সর্বশেষ মাহেদুল (৩৫)।