ডা. ফয়সলের বিরুদ্ধে থানায় রনির জিডি

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরীর বিরুদ্ধে মঙ্গলবার থানায় অভিযোগ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি। অতি সম্প্রতি ছাত্রলীগের সাবেক এ নেতাকে হত্যার হুমকি দেয়ায় এ অভিযোগ করেন রনি।

পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে। জিডির নম্বর- ৯১০/২০। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, নুরুল আজিম রনি একটি অভিযোগ দিয়েছেন। সেটি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রামের উদ্যোক্তা মো. সাজ্জাত হোসেনের সঙ্গে মোবাইলে কথোপকথনের সময় রনি’র লাশ ফেলার হুমকি দিয়েছেন মর্মে কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদ পরিবেশিত হয়। নুরুল আজিম রনি গণমাধ্যমকে বলেন, মামলা দায়েরের জন্য থানায় একটি অভিযোগ দিয়েছিলাম। পুলিশ সেটি জিডি আকারে গ্রহণ করেছে। আদালতের নির্দেশনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ফয়সল ইকবাল চৌধুরী বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদকের পাশাপাশি মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক।