ডা. জামাল আহমেদ আর নেই

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের স্বনামধন্য হ্রদরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজের কৃতী ছাত্র ও সাবেক সহকারী অধ্যাপক ডা. জামাল আহমেদ ১৫ এপ্রিল (সোমবার) দিবাগত রাত ৩-১৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

টেকনাফ উপজেলার হ্নীলা গ্রামে জন্মগ্রহনকারী ৬৮ বছর বয়স্ক মরহুম ডা. জামাল আহমেদ মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা, এক পুত্র এবং অসংখ্য ছাত্রছাত্রী ও গুনগ্রাহী রেখে গেছেন।

হ্নীলা হাশেম-গুলফরাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা জামাল ঐ প্রতিস্ঠানের মাধ্যমে দীর্ঘ ৩০ বছর যাবত বিনামূল্যে চিকিৎসা সেবা, কারিগরী ও ধর্মীয় শিক্ষা, লাইবেরিসহ বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে উখিয়া টেকনাফসহ কক্সবাজারের বিস্তীর্ণ এলাকার জনগনের সেবা করে গেছেন।

তিনি চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসাসেবা প্রতিস্ঠান সিএসসিআর এর ব্যবস্হাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

ডা. জামাল আহমেদের প্রথম নামাজে জানাজা ১৫ এপ্রিল (সোমবার) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন অধ্যাপক মাওলানা গিয়াসউদ্দীন তালুকদার। জানাজায় বিপুল সংখ্যক চিকিৎসকসহ বিভিন্ন শ্রেনী পেশার সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নগরীর গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

মরহুম ডা. জামাল আহমেদের দ্বিতীয় নামাজে জানাজা ১৬ এপ্রিল (মঙ্গলবার) সকাল দশটায় টেকনাফ হ্নীলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।