ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে ‘কটুক্তি’ করার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াসির আরাফাত তানিম বাদী হয়ে মামলাটি করেন। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি দায়ের করা হয়। আদালত শুনানি শেষে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণীতে ইয়াসির অভিযোগ করেন, গত ১ জুন নূর বাংলা নিউজ বিডি নামের একটি পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নওফেল, ছাত্রলীগ ও যুবলীগকে নিয়ে ‘কটুক্তি’ করেন এবং ফেসবুকে পোস্ট করেন।

মামলার এজাহারে বাদী অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াসির আরাফাত উল্লেখ করেছেন, গত ১ জুন বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদের  নামে সমাবেশ ডেকে বাংলাদেশ সরকারসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে আসামি নুরুল হক নুর ছাত্রলীগ ও যুবলীগকে গুন্ডালীগ বলে আখ্যায়িত করেছেন। এছাড়া শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে চট্টগ্রামের আরেক গুন্ডা, উন্মাদ বলে মন্তব্য করেছেন।

আসামি ইচ্ছাকৃতভাবে মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও মানহানীকর বক্তব্যের ভিডিও আসামি নিজের ফেসবুকে প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে।

মামলার এজেহারে বলা হয়েছে, ‘আসামির দ্বারা প্রদত্ত বক্তব্য যাহা আসামি নিজেই তাহার সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকের একাউন্ট হইতে প্রচার করে উক্ত বক্তব্য প্রচার করার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে সমগ্র বাংলাদেশস‍হ বহিবিশ্বে ছড়িয়ে পড়ে। ইহাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানিকর বক্তব্য এবং মাননীয় শিক্ষা উপমন্ত্রীকে গুণ্ডা বলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে মানহানি করে এবং উক্ত প্রকার বক্তব্যের মাধ্যমে সামাজিকভাবে আইনশৃঙ্খলা ভঙ্গ হওয়ার মাধ্যমে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় যাহাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া, অরাজকতা সৃষ্টির সুকৌশলে উক্ত বক্তব্য নানাভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও অরাজকতা সৃষ্টির লক্ষ্যে উক্ত বক্তব্য প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে অপরাধ সংগঠন করিয়াছে।’