টেকনাফে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

জিয়াবুল হক, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে অস্ত্রধারী এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।
২২ জুলাই (বুধবার) ভোর রাতে টেকনাফে দায়িত্বরত র‍্যাব-১৫(সিপিসি-১) সদস্যরা গোপন সংবাদে জানতে পারে হ্নীলা ইইউনিয়নের দমদমিয়া সেন্টমার্টিন কেয়ারী জাহাজ ঘাট ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন পাহাড়ি এলাকায় অপরাধ করার জন্য একদল ডাকাত অবস্থান নিয়েছে।
সেই সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল অভিযানে যায়। এরপর ডাকাত দলের সদস্যরা র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে গুলিবর্ষণ শুরু করলে আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর র‍্যাব সদস্যরা গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা এক ডাকাতকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহত যুবক হচ্ছে, মিয়ানমার থেকে পালিয়ে এসে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া শফিক উল্লাহ পুত্র রশিদউল্লাহ (২৭)। সে পাহাড়ে লুকিয়ে থাকা ডাকাত দলের সক্রিয় সদস্য।
এদিকে ঘটনাস্থল তল্লাশি করে দেশীয় তৈরি ২টি এলজি অস্ত্র, ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।
সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ টেকনাফ(সিপিসি-১) এর কর্তব্যরত অপারেশন কমান্ডার (এএসপি) বিমান চন্দ্র কর্মকার।