জেনারেল হাসপাতালের আইসিইউতে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। তারমধ্যে একজন কোভিড-১৯ আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটের সমন্বয়ক ডা. আব্দুর রব।
তিনি বলেন, ‘জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) দুইজনের মৃত্যু হয়েছে। দুইজনের একজন করোনায় আক্রান্ত ছিলেন। অন্যজন করোনা উপসর্গ নিয়ে গতকাল (বৃহস্পতিবার) জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। উনার শারীরিক অবস্থার অবনতি ঘটলে আমরা সকালে উনাকে আইসিইউ ইউনিটে নিয়ে আসি। এরপর তিনি সকাল সাড়ে নয়টায় মারা যান। উনার নাম সুলভ চৌধুরী (৬৫)। তিনি মোগলটুলি এলাকার বাসিন্দা।’
তিধি আরো বলেন, ‘মঞ্জুর মোর্শেদ নামের ৫৩ বছর বয়সী একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তিনি কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হন। উনার শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত ১৬ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে নিয়ে আসা হয়। উনাদের জানাজা ও দাফন বা সৎকার স্বাস্থ্য বিধি মেনে করা হবে।’
সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪২৪ জন। তারমধ্যে মৃত্যুবরণ করেছেন ৭২ জন ও হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২০৫ জন।