জিপিএইচ ইস্পাত জেলা সাঁতার প্রতিযোগিতা কাল 

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সিজেকেএস সাঁতার প্রতিযোগিতা ২০২২-২৩ আসর আগামীকাল (শনিবার) আউটার স্টেডিয়ামস্থ সিজেকেএস সুইমিংপুলে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় প্রতিযোগিতার সূচনা হবে এবং বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ মহাসচিব আশিকুর রহমান মিকু, স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ ও বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। সভাপতিত্ব করবেন সিজেকেএস সহ সভাপতি ও সাঁতার কমিটির চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল। এতে ২৭ দলের প্রায় শতাধিক সাতারু বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতার ইভেন্ট হচ্ছে: ফ্রি স্টাইল, ৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার উন্মুক্ত, ফ্রি স্টাইল ৫০ মিটার অনূর্ধ্ব-১৬, বাটারফ্লাই: ৫০ মিটার, ১০০ মিটার উন্মুক্ত, বাটারফ্লাই ৫০ মিটার অনূর্ধ্ব-১৬, ব্যাক স্ট্রোক ৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার উন্মুক্ত, ব্যাক স্ট্রোক ৫০ মিটার অনূর্ধ্ব-১৬, ব্রেস্ট স্ট্রোক:  ৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার উম্মুক্ত, ব্রেস্ট স্ট্রোক ৫০ মিটার অনূর্ধ্ব-১৬।

এ উপলক্ষে গতকাল বিকেলে সুইমিংপুল প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিজেকেএস সাঁতার কমিটির সম্পাদক মাহমুদুর রহমাস মাহবুব প্রতিযোগিতার বিভিন্ন তথ্য তুলে ধরেন। এতে ১জন সাঁতারু সর্বোচ্চ ৫টি ইভেন্টে অংশ নিতে পারবের। এক ইভেন্টে এক দলের সর্বোচ্চ ১ জন সাঁতারু অংশ নিতে পারবেন।

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড পৃষ্ঠপোষকতা করায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং সাঁতার কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুলসহ সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

সিজেকেএস সহ সভাপতি এবং সিজেকেএস সাঁতার কমিটির চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), জিপিএইচ ইস্পাত লিমিটেডের মিডিয়া এডভাইজার অভীক ওসমান, সিজেকেএস সহ সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সিজেকেএস সাতাঁর কমিটির ভাইস চেয়ারম্যান আছলাম মোরশেদ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এছাড়া সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, সিজেকেএস সাতাঁর কমিটির ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সাগর, যুগ্ম সম্পাদক মো. আকতারুজ্জামান, সদস্য মুজিবুর রহমান, রায়হান উদ্দিন রুবেল, আসাদুজ্জামান খান, সিজেকেএস কাউন্সিলর এনামুল হক, লুৎফুল করিম সোহেল, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, সাইফুল আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।