জাতীয় শোক দিবস পালন বিজিএমইএ’র

বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ১৭ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে খুলশীস্থ বিজিএমইএ ভবনে খত্মে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এম. এহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা কায়সার, প্রাক্তন পরিচালক সর্বজনাব মোহাম্মদ মুসা, মোহাম্মদ সাইফ উল্ল্যাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, খন্দকার বেলায়েত হোসেন, মোহাম্মদ আতিক সহ পোশাক শিল্পের মালিকবৃন্দ ও বিজিএমইএ’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়ে সমগ্র জাতি শোকাহত ও মর্মাহত। বঙ্গবন্ধু’র অবদানেই আজ বাংলাদেশ নামে স্বাধীন সার্বভৌম ভুখন্ড বিশে^র বুকে মাথা উঁচু করে এগিয়ে চলেছে। মহান ভাষা আন্দোলন, পরবর্তী ৬ দফা সহ মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর আত্মত্যাগের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন- তৈরী পোশাক শিল্প বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন সহ উত্তরোত্তর রপ্তানী বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে বিজিএমইএ নিরন্তর কাজ করছে।

অনুষ্ঠান পরিচালনা করেন- বিজিএমইএ চট্টগ্রামের ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল হালিম দোভাষ। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি