জনসভা হবে জনসমুদ্র

কক্সবাজার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার »

৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারের জনসভা জনসমুদ্রে রূপান্তরিত হবে বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের নেতারা। সোমবার বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা একথা জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এসময় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক (এমপি) জাফর আলম (এমপি), প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, হাসান জাহিদ তুষার, সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েসসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতারা জানান, ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন উন্নয়নসহ ব্যাপক মেগা প্রকল্প হাতে নিয়েছেন তিনি। মেগা প্রকল্পের মধ্যে বিভিন্ন প্রকল্প এখন দৃশ্যমান। বাস্তবায়নাধীন প্রকল্পের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর, স্বপ্নের রেললাইন, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, মাতারবাড়ীর কয়লা বিদ্যুৎ প্রকল্প, সাবরাং এক্সক্লোসিভ ট্যুরিজম জোন, মেরিন ড্রাইভ সড়ক, মেডিক্যাল কলেজ, সোনাদিয়া ইকো ট্যুরিজম, কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট ও ফুটবল স্টেডিয়াম, বিকেএসপি, খুরুশকূল আশ্রয়ণ প্রকল্প, শেখ হাসিনা নৌ ঘাটি, হাই-টেক পার্ক, জাতীয় সমুদ্র গবেষণা ইনন্সিটিটিউট, অর্থনৈতিক অঞ্চলসহ প্রায় ৪০টি বড় ধরনের উন্নয়ন মেগা প্রকল্পের সুফল দ্রুত কক্সবাজারবাসীসহ দেশবাসী ভোগ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারবাসীকে তাদের প্রত্যাশার চেয়েও বেশি উন্নয়ন দিয়েছেন। কক্সবাজারকে তিনি অপরূপ সৌন্দর্যের রাণী হিসেবে গড়তে চান।

কক্সবাজার সফরকালে ২৮টি প্রকল্পের উদ্বোধন এবং ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।