চবিতে এবার উদ্ধার ১২ ফুট লম্বা বিরল কিং কোবরা

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এবার একটি ‘কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে।
সাড়ে ৪ কেজি ওজনের প্রায় ১২ ফুট লম্বা এই সাপটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম।
গতকাল শনিবার দুপুরে পুরাতন মেডিক্যাল সংলগ্ন কলোনি থেকে এটি উদ্ধার করা হয়।
প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও রেসকিউ টিমের প্রধান রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি অফিসার রাজ্জাক ভাইয়ের মাধ্যমে সাপটির ব্যাপারে খবর পাই। পওে সাপটিকে উদ্ধারের পর গবেষণার উদ্দেশ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারে পাঠিয়ে দেয়া হয়।
তিনি বলেন, এই সাপটি সচরাচর খুব বেশি দেখা যায় না। এটি মূলত গভীর জঙ্গলে থাকে। সাপটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে পুনরায় জঙ্গলে উন্মুক্ত করে দেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগেও গত ২৮ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান রিসার্চ ইনস্টিটিউট থেকে ১২ ফিট লম্বা অজগর উদ্ধার করে স্নেক রেসকিউ টিমের সদস্যরা। এছাড়া প্রায় সময়ই ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে সাপ উদ্ধারের ঘটনা ঘটেছে।