চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৭, শনাক্ত  ১৭.২২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন সাতজন। এরমধ্যে নগরীতে চারজন এবং উপজেলায় তিনজন । এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২০৩ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ২৬৮ জন।

বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যমতে, গত বুধবার চট্টগ্রামের ১১ টি ল্যাবে ১ হাজার ৭৭৭ নমুনায় আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ১৭ দশমিক ২২ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ১৬৬ জন এবং উপজেলায় ১৪০ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৭১ হাজার ৬৩৪ জন এবং উপজেলায় ২৬ হাজার ৬৩৪ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ২৬৮ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নগরীতে চারজন এবং উপজেলায় তিনজন সহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন  সাতজন। এ নিয়ে নগরীরে ৬৮০ জন এবং উপজেলায় ৫২৩ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২০৩ জন।

ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস  ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৭৩ নমুনার মধ্যে ৫৮ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭৫ নমুনায় ৪৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৮৪ নমুনায় ৫১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৬২ নমুনায় ৬২ জন,  এন্টিজেন টেস্টে ২১৪ নমুনায় ২৯ জন, ইমপেরিয়াল হাসপাতালে ৯৭ নমুনায় ১০ জন, শেভরণে ২০০ নমুনায় ৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫৭ নমুনায় ১০ জন, আরটিআরএল ল্যাবে ৩১ নমুনায় ১৩ জন ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৫৩ নমুনায় ১৮ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ৩১ নমুনায় দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন।

তবে এদিন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের কোন নমুনা পরীক্ষা করা হয়নি।