চট্টগ্রামে শনাক্তের হার বেড়ে ১২.৪০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘন্টায় ২২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১২ দশমিক ৪০ শতাংশ। এর আগে গতকাল মঙ্গলবার  (১১ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ২০৭ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৯ দশমিক ০২ শতাংশ।

বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১৩টি ল্যাবে ১ হাজার ৭৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ১৭৪ জন এবং উপজেলার ৪৮ জন। এ পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট ১ লাখ ৩ হাজার ৬৩২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরের ৭৫ হাজার ১২৫ জন এবং উপজেলার ২৮ হাজার ৫০৭ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১ জনের নমুনা পরীক্ষায় ২ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৬২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জন এবং জেনারেল হাসপাতাল আর টি আর এল ল্যাবে  ৫০ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে।

এছাড়া, ৮৯ জনের এন্টিজেন পরীক্ষায় ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

প্রাইভেট হাসপাতালের মধ্যে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৫৩ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৪২১ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬২ জনের নমুনা পরীক্ষায় ৬ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষায় ৬ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৩ জনের নমুনা পরীক্ষায় ২১ জন, ল্যাব এইডে ৩ জনের নমুনা পরীক্ষায় ২ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ২০ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১৪৮ জনের নমুনা পরীক্ষায় ৯ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ১৭৬ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।