চট্টগ্রামে করোনায় দুজনের মৃত্যু

৭৪১ নমুনায় ৬৭ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক >>

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুজন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৪২ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ৮০৭ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, শনিবার কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামের ৭টি ল্যাবে ৭৪১ নমুনায় আক্রান্ত হয়েছেন ৬৭ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ৯ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ৪৯ জন এবং উপজেলায় ১৮ জন। এ নিয়ে নগরীতে ৪৩ হাজার ৩৯৪ জন এবং উপজেলায় ১১ হাজার ৪১৩ জনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ৮০৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় উপজেলায় মারা গেছেন দুজন। এ নিয়ে নগরীরে ৪৫৩ জন এবং উপজেলায় ১৮৯ জনসহ করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৪২ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ৩৪৫ নমুনার মধ্যে ২৩ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৫১ নমুনায় ৬ জন, শেভরনে ২৮০ নমুনায় ২১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৭ নমুনায় ৮ জন , আরটিআরএল ল্যাবে ২০ নমুনায় ৩ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৭ নমুনায় ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাৈ কলেজ হাসপাতালে চট্টগ্রামের একজনের নমুনা পরীক্ষা করে নমুনাটিতে করোনার অস্তিত্ব মেলেনি।