চট্টগ্রামে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ৭১৩

আরও ৯ জনের মৃত্যু

করোনা টেস্টের জন্য নমুনা নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে করোনায় চলতি মাসে প্রতিদিনই গড়ছে শনাক্তের নতুন নতুন রেকর্ড। করোনার বিগত দেড় বছরের সর্বোচ্চ আক্রান্তের সব রেকর্ড ভেঙে আবারও নতুন করে শনাক্ত হয়েছে ৭১৩ জন। এটি করোনায় চট্টগ্রামের একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এরআগে গত মঙ্গলবার ৬৬২ জনের আক্রান্তই ছিল সর্বোচ্চ। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২ হাজার ৯১৩ জন।এছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন নয়জন। এদের মধ্যে নগরীতে দুইজন এবং উপজেলায় সাতজন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৪৪ জন।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যমতে, গত বুধবার কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের ১১টি ল্যাবে ২ হাজার ১০৯ নমুনায় আক্রান্ত হয়েছেন ৭১৩ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ৪৭৭ জন এবং উপজেলায় ২৩৬ জন।
এ নিয়ে নগরীতে ৪৮ হাজার ৭৭২ জন এবং উপজেলায় ১৪ হাজার ১৪১ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২ হাজার ৯১৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নগরীতে দুইজন এবং উপজেলায় সাতজনসহ চট্টগ্রামে মারা গেছেন নয়জন। এ নিয়ে নগরীতে ৪৮৬ জন এবং উপজেলায় ২৫৮ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৪৪ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৪৭ নমুনার মধ্যে ১৪৯ জন করোনা পজিটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২৭ নমুনায় ৭৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১৭৮ নমুনায় ৬২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৬০ নমুনায় ৫৩ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এন্টিজেন টেস্টে ৪৭৬ নমুনায় ১৮৪ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১২২ নমুনায় ৪৪ জন, শেভরনে ১৮২ নমুনায় ৪৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৮ নমুনায় ২৫ জন, আরটিআরএল ল্যাবে ৩৮ নমুনায় ২৪ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ১০১ নমুনায় ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৪০ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।