চট্টগ্রামের আসিফ চ্যাম্পিয়ন

জাতীয় দাবা বি চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৪৬তম জাতীয় দাবা বি চ্যাম্পিয়নশিপ-২০২১ (জোন-৩ এর বাছাই পর্বে) চট্টগ্রামের আসিফ মাহমুদ ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। কক্সবাজারের কুতুব উদ্দিন সমান খেলা ৭ পয়েন্ট পেয়ে টাইব্রেকারে পিছিয়ে থাকায় রানারআপ, কক্সবাজারের সাগর উল্লাহ ৬.৫ পয়েন্ট পেয়ে ৩য়, একই জেলার হামিদুল হক ৬.৫ পয়েন্ট পেয়ে ৪র্থ, বান্দরবানের রতœজয় তঞ্চজ্ঞা ৫.৫ পয়েন্ট পেয়ে ৫ম, চট্টগ্রামের দিব্য দাশ ৫.৫ পয়েন্ট পেয়ে ৬ষ্ঠ, ৫ পয়েন্ট পেয়ে একই জেলার যথাক্রমে ইফতেখার আলম ৭ম, গোলাম কিবরিয়া ৮ম, কুমিল্লার রবিউল হোসেন ৯ম ও চট্টগ্রাম জেলার আসাদুল হক ১০ম স্থান লাভ করেন। উক্ত চ্যাম্পিয়নশীপে ৯টি জেলা ও একটি সংস্থাসহ ১০ জেলার ২৬ জন দাবাড়– অংশগ্রহণ করেন। গতকাল সন্ধ্যায় সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি ও সিজেকেএস এর সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ও বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য ও জোন-৩ দাবা টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী মো. আলাউদ্দিন সাজু। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়নশিপের শীর্ষ ৩জন ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় দাবা বি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। চ্যাম্পিয়নশিপে চিফ আরবিটার হিসেবে ফিদে আরবিটার প্রকৌশলী এসএম তারেক এবং ডেপুটি আরবিটার হিসেবে রাকিবুল হক সাচ্চু দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি