গ্রুপ সেরা’র পথে চট্টগ্রাম

অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »

বিসিবি আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার গ্রুপ পর্বে দ্বিতীয় খেলায়ও বিশাল জয় পেয়েছে চট্টগ্রাম জেলা। চাঁদপুর জেলা স্টেডিয়ামে গতকাল তারা ১৬৩ রানে খাগড়াছড়ি জেলার বিরুদ্ধে জয়লাভ করে। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া অনেকটা নিশ্চিত হয়েছে চট্টগ্রামের।
প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৮ রান করে চট্টগ্রাম জেলা। এরমধ্যে সর্বোচ্চ ৪১ রান আসে অতিরিক্ত থেকে। ব্যাটারদের মধ্যে অমিত সর্বোচ্চ ৩৯ রানের পাশাপাশি ১২ রানে তুলে নেন ২ উইকেট। অন্যদের মধ্যে আওসাফ ও আজমাইন ৩৫ রান, তাসহিন ২৫, তানভির ১৮ ও ইশরাক ১২ রান যোগ করেন। খাগড়াছড়ি’র মনন চাকমা ৩১ রানে ৩ ও মাহমুদুল ৩১ রানে ২ উইকেট নেন। বিশাল রানের বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে চট্টগ্রামের বোলারদের নিখুঁত বোলিং এর সামনে ২১ ওভারে ৭৫ রানে গুটিয়ে যায় খাগড়াছড়ি’র ইনিংস। তাদের সাদমান (৩০) ছাড়া বাকিরা কেউ দুই অংকের রান করতে পারেনি।
চট্টগ্রামের সফল বোলার সাঈদ ২৫ রানে ৪, আয়াত ২২ রানে ৩ ও অমিত ১২ রানে ২ উইকেট শিকার করেন।
আগামী ২৬ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ খেলায় চট্টগ্রাম প্রতিদ্বন্দ্বিতা করবে নোয়াখালী জেলার বিরুদ্ধে।