ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের ওপেনার কাইল মায়ার্সের সেঞ্চুরি ম্লান করে দিয়ে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে ৫ উইকেটের ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। এর মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ জিতল কিউইরা। খবর ডেইলি-বাংলাদেশ’র
প্রথম ওয়ানডে ৫ উইকেটে জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ৫০ রানে জয় পেয়েছিলো নিউজিল্যান্ড। বার্বাডোজে টস জিতে প্রথমে বোলিং করতে নামে নিউজিল্যান্ড। ব্যাট হাতে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও মায়ার্স। ৩৪.৫ ওভারে ১৭৩ রানের জুটি গড়েন তারা। ৩৩তম ওভারে ওয়ানডেতে ২১তম হাফ-সেঞ্চুরির দেখা পান হোপ। এরপর ৩৫তম ওভারের প্রথম বলে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন ১৭তম ম্যাচ খেলতে নামা মায়ার্স। এজন্য ১০৬ বল খেলেন তিনি। এ বছরের জুনে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করেছিলেন মায়ার্স। মায়ার্সের সেঞ্চুরি পাওয়ার ওভারেই বিচ্ছিন্ন হয় ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। ৫১ রান করা হোপকে শিকার করে নিউজিল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন পেসার ট্রেন্ট বোল্ট। পরের ওভারের প্রথম বলে মায়ার্সকে বিদায় দেন লকি ফার্গুসন। ৩টি চার ও ১টি ছক্কায় ১০০ বলে ৫১ রান করেন হোপ। ১২টি চার ও ৩টি ছক্কায় ১১০ বলে ১০৫ রান করেন মায়ার্স। নান্দনিক সব বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে সেঞ্চুরির পথেই ছিলেন ক্যারিবীয় অধিনায়ক। তবে নাভার্স নাইন্টিতে থামতে হয় পুরানকে। ৪৯তম ওভারের চতুর্থ বলে পুরানকে ৯১ রানে থামিয়ে দেন বোল্ট। ৫৫ বলে ৪টি চার ও ৯টি ছক্কায় ৯১ রান করেন পুরান। ইনিংসের শেষ ওভারে ১৫ ও শেষ বলে ছক্কায় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৫০ ওভারে ৮ উইকেটে ৩০১ রান। শেষদিকে ৬ বলে অপরাজিত ২০ রান করেন আলজারি জোসেফ। নিউজিল্যান্ডের বোল্ট ৩ উইকেট নেন। ৩০২ রানের টার্গেটে শুরুতেই উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ে ৯৫ বলে ৮২ রানের জুটি গড়েন। গাপটিল ও কনওয়ে দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে বিদায় নেন। গাপটিল ৫৭ ও কনওয়ে ৫৬ রান তুলেন। ১০৩ বলে ১২০ রান তুলে দারুণভাবে নিউজিল্যান্ডকে ম্যাচ জয়ের পথে রাখেন এ ম্যাচের অধিনায়ক টম লাথাম ও ড্যারিল মিচেল। মিচেল-লাথামের বিদায়ের পর জয়ের জন্য ৪২ বলে ৪৩ রানের দরকার পড়ে নিউজিল্যান্ডের। ষষ্ঠ উইকেটে ২৩ বলে ঝড়ো গতিতে অবিচ্ছিন্ন ৪৮ রান তুলে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন মাইকেল ব্রেসওয়েল ও জেমস নিশাম। ১১ বলে ১টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন নিশাম। ১৪ রানে অপরাজিত থাকেন ব্রেসওয়েল। ওয়েস্ট ইন্ডিজের হোল্ডার-কারিয়া ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের লাথাম। সিরিজ সেরা হন স্যান্টনার। সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় এই জয়ে ১২ ম্যাচে ১১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠে এলো নিউজিল্যান্ড। ২৪ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে ওয়েস্ট ইন্ডিজ।