এটা তো ট্রেলার, সিনেমা এখনও বাকি : নাজিফা তুষি

সুপ্রভাত ডেস্ক  :

মাত্র দুই মিনিটের ভিডিও দিয়েই চমকে দিলেন ‘আইসক্রিম’-গার্ল নাজিফা তুষি। প্রকাশ হলো তার ওয়েব ফিল্ম ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’র চুম্বক অংশ।

রায়হান রাফির এই ছবিটি আই থিয়েটারে মুক্তি পাচ্ছে ১০ জুন। তবে তার আগেই ট্রেলারের সুবাদে আগ্রহ তৈরি করলো নেটিজেনদের মাঝে। গল্প ও নির্মাণশৈলী ছাপিয়ে এতে তুষির উপস্থিতি ও সংলাপ- একইসঙ্গে মুগ্ধ ও বিব্রত হওয়ার সুযোগ তৈরি করেছে!

গতিময় ট্রেলারে দেখা মিলেছে ঢাকা শহরের কিছু অন্ধকার জীবনের চালচিত্র। যার বেশিরভাগজুড়েই দেখা মিলেছে তমা মির্জা ও নাজিফা তুষিকে। ছিলো মনোজ প্রামাণিক, রাশেদ মামুনুর রহমান, শরাফ আহমেদ জীবন, পিয়াল হাসানদের মুহূর্ত উপস্থিতি। তবে ট্রেলারের একেবারে শেষাংশে এসে তুষির সংলাপে যে কোনও দর্শক ধাক্কা খাবেন। ভাববেন, সংলাপটি কি তাকেই উদ্দেশ্য করে বলছেন তুষি! নাকি সিনেমার সংলাপই এটি! সেটি হলো এমন- ‘…(গালি) এটা তো ট্রেলার, সিনেমা তো এখনও বাকি আছে!’ ঢাকা- প্রাণের শহর, স্বপ্নের শহর। তবে এই শহরেই চলে নানা রকম লীলাখেলা। আছে অন্ধকার সব গল্প। সেই গল্পই চলচ্চিত্র আকারে তুলে ধরার ঘোষণা আগেই দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফি। আজ (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে অবমুক্ত হয়েছে সেটির ট্রেলার। নির্মাতা রাফি বলেন, ‘‘পাঁচটি গল্প নিয়ে সাজানো হয়েছে ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’র গল্প। যার প্রতিটাতেই থাকছে অন্ধকার ঢাকার অন্যরকম সব চিত্র। আরও আগে আমরা ছবিটির ট্রেলার ছাড়তে চেয়েছিলাম। তবে সেটা হয়নি।’’ পাঁচ গল্পের একটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মনোজ প্রামাণিক। আর বাকি চারটি গল্পে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, তমা মির্জা, শরাফ আহমেদ জীবন, খায়রুল বাশার, সামিয়া অথৈ প্রমুখ।