এখনো অনেক কিছু শিখছি: তামিম

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

‘যেদিন মনে হবে আমাকে দিয়ে আর হবে না সেদিনই আমি সরে দাঁড়াবো’- কথাগুলো দেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। ১৩ জুলাই তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজকে ৯ উইকেটে হারানোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন তামিম। আর তখনই তিনি এ কথা বলেন।  ওয়ানডে ফরম্যাটে নিজ অধিনায়কত্ব গুণে বাংলাদেশ দলকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। আন্তর্জাতিক অঙ্গনে টাইগাররা যখন টেস্ট ও টি-২০ তে  খাবি খায়, সেখানে পঞ্চাশ ওভার ফরম্যাটে তামিমের নেতৃত্বে রীতিমত জয়রথে ছুটছে টাইগাররা। ২০২০ সালে পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর তামিমের নেতৃত্বে ২০টি ওয়ানডে খেলে জয় আসে ১৪ ম্যাচে। তামিম এর অধিনায়কত্বে যে ৭টি দ্বিপাক্ষিক সিরিজ শেষ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের, তার ৬টি জিতেছে বাংলাদেশ। ওয়ানডে সুপার লিগেও শক্ত অবস্থানে বাংলাদেশ। ১৮ ম্যাচে ১২ জয়ে ১২০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে। তাতে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সরাসরি পর্বে খেলা। ডেইলি-বাংলাদেশ’র

অধিনায়কত্ব নিয়ে তামিম বলেন, আমি বলব এখনো অনেক কিছু শিখছি। আমি অবশ্যই আত্মবিশ্বাসী, আমি আত্মবিশ্বাসী না হলে তো এ কাজে থাকতাম না। আমি সবসময় একটা কথা বলি, আমার যখম মনে হবে আমি যোগ্য ব্যক্তি নই কিংবা সৎভাবে কাজটা করতে পারছি না, তখন আমি হাত তুলে আমার জায়গা ছেড়ে দেব। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব ভালো। পরবর্তীতে দেখা যাক কি হয়।