আট হাজার রানের অনন্য উচ্চতায় তামিম

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে নতুন মাইলফলক উন্মোচন করলেন দেশের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দেশে অন্য সবার আগে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ফরম্যাটে ৮ হাজার রানের মাইলফলক ছুঁলেন এ ড্যাশিং ওপেনার। গতকাল শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নেমে রেকর্ডগড়া এই অর্জন গড়েন তিনি। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ২৪তম ওভারে সিকান্দার রাজাকে চার মেরে এই মাইলফলক স্পর্শ করেন তামিম। ব্যাক্তিগত ৫৭তম রান নেওয়ার মাধ্যমে তিনি ক্যারিয়ারের ৮ হাজার রান পূরণ করেন। বাংলাদেশের আর কোনো ব্যাটারের ওয়ানডেতে সাত হাজার রানও নেই। স্বাভাবিকভাবেই সবার আগে এই মাইলফলকে ঢুকলেন তামিম। এর আগে ৫ হাজার, ৬ হাজার ও ৭ হাজার রানেও বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার আগে নাম লিখিয়েছেন দেশসেরা এই ওপেনার। তবে এরপর আর বেশিদুর এগুতে পারেননি তামিম। আউট হয়ে যান ৬২ রানে। শুরুতে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে দারুণ শুরু পায় টাইগাররা। তাদের ওপেনিং জুটিতে দলীয় শতক পার করে টিম বাংলাদেশ। তারপর ২৫.৪ বলে দলীয় ১১৯ রানের মাথায় আউট হয়ে যান তামিম ইকবাল।
সিকান্দার রাজার একটি বল উড়িয়ে মারেন তামিম। বল ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠলে স্লিপে দাঁড়ানো কাইয়ার হাতে ধরা পড়েন তামিম। আউট হবার আগে তামি ৮৮ বলে করেন ৬২ রান। খবর ডেইলি বাংলাদেশ’র