অভিনব প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম থেকে সন্দ্বীপ রুটে নিরাপদ নৌ যাতায়াতের দাবিতে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার বাসিন্দারা।

আজ সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আয়োজক সন্দ্বীপ অ্যাসোসিয়েশন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা জামা খুলে অভিনব প্রতিবাদ দেখান।

এই মানববন্ধনে অংশ নিয়ে সন্দ্বীপের বাসিন্দা ও দৈনিক সমকালের চট্টগ্রামের ব্যুরো প্রধান সারোয়ার সুমন বলেন, আজকের এই মানববন্ধনে আমাদের গায়ে কোনো পোশাক নেই। আমরা মধ্যযুগীয় পোশাকে আছি। কেন আছি? কারণ সন্দ্বীপ-চট্টগ্রাম যাতায়াতের নৌ-ঘাটে গেলে আমাদের এভাবে পোশাক খুলতে হয়। আমরা এ মধ্যযুগীয় যাতায়াত ব্যবস্থার প্রতিবাদ হিসেবে আজ জমা খুলেছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শতকোটি টাকার উন্নয়ন কাজ করে দিয়েছেন। এতো উন্নয়নের পরেও কেন আমাদের কাদা মাটি মাড়িয়ে চলতে হয় তার বিচার নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাব। প্রধানমন্ত্রী জাহাজ দেওয়ার পরেও কেন আমাদের লালবোটে উঠতে হয়। প্রধানমন্ত্রী জাহাজ দিয়েছেন আশা করি, প্রধানমন্ত্রী সিটি ট্রাকের ব্যবস্থা করবেন।  আমাদের মনে হয়ে প্রধানমন্ত্রীর কাছে এখনও সি ট্রাকের দাবি পৌঁছায়নি।

এই রুটে লাল বোটের মাধ্যমে যাত্রীদের পারাপার করতে হয়। কয়েক দিন আগেও বোট উল্টে চারজন মারা গেছেন।

কর্মসূচি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সম্পাদক মঞ্জুরুল আলম। আরও বক্তব্য দেন ইংরেজি দৈনিক বিজনেস পোস্টের ব্যুরো প্রধান সালেহ নোমান, সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মো. শরীফুল আলম, সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমতিয়াজ কবির, লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপের সভাপতি কাজী জিয়া উদ্দীন প্রমুখ।