অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা : শাহাদাত

‘কামাল উদ্দিন কন্টাকটার শুধু বিএনপির জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন না। তিনি সমাজসেবক, দানবীর, বিনয়ী,সজ্জন ও আদর্শবান মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি নগর বিএনপির সহ-সভাপতি এছাড়াও দীর্ঘদিন ওয়ার্ড বিএনপির সভাপতি থাকাকালীন নিষ্ঠার সাথে দলের কর্মকা- পরিচালনা করে দলকে সুসংগঠিত করেছিলেন এবং সমাজের উন্নয়নেও অনেক ভূমিকা রেখেছিলেন। মরহুম কামালউদ্দিন কন্টাকটার গত বছর এই দিনে করোনার সাথে যুদ্ধ করে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আর একজন তরুণ যুবদল থেকে উঠে আসা ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এসকান্দর গত বছর এই দিনে সে করোনার সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করেন। এই দুই নেতার মৃত্যুতে এই ওয়ার্ডে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।’
বুধবার বাদ আছর নগর বিএনপির সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন কন্টাকটার ও ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. এসকান্দর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল তাদের স্মরণে বক্তব্য রাখতে গিয়ে নগর বিএনপির আহ্বায়ক জননেতা ডা. শাহাদাত হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম দের স্মরণে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, দলের জন্য তাদের অবদান আজীবন আমরা স্মরণ রাখবো। ডা. শাহাদাত হোসেন আরো বলেন, একটু বৃষ্টি হলেই চট্টগ্রাম শহর ডুবে যায়। আজকেও দুজনের মৃত্যু হয়েছে দুই নম্বর মেয়র গলিতে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এই অবস্থা। জলবদ্ধতা নিরসনে কোনো অগ্রগতি নেই। এই সরকারের চলিত অর্থ বাজেটেও কোন দিক নির্দেশনা নেই জলাবদ্ধতা নিয়ে। চট্টগ্রাম শহরের মানুষ চরম দুর্ভোগে আছে, একদিকে করোনা অন্যদিকে জলাবদ্ধতা।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া, গাজী মো. সিরাজ উল্লাহ, জসীমউদ্দীন জিয়া, নুর আহমদ গুড্ডু, ফজলুল হক সুমন, আজাদ বাঙালি, আরিফ মেহেদী, খাজা আলাউদ্দিন,আশরাফ খান, বিএনপি নেতা মো. দিদার, আসাদুর রহমান টিপু, মিজানুর রহমান বাবুল, শওকত খান রাজু, সাইফুল আলম, আনোয়ার পারভেজ, আসাদুজ্জামান টুটুল, মোহাম্মদ শাহাদাত, মাহাবুব প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি