‘অনুশীলনে সব ঠিকঠাকই হচ্ছে, ম্যাচে ভুল করছে’

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

টানা হারের বৃত্তে আটকে আছে বাংলাদেশ। বিশ্বকাপ থেকেই হতশ্রী ব্যাটিং ভোগাচ্ছে। মিরপুরে নিজেদের মাঠেও একই পরিণতি ব্যাটারদের। আজ (শনিবার) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তো পাত্তাই পায়নি স্বাগতিকরা। ১১ বল হাতে রেখে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় পাকিস্তান। বাজে হারের পেছনে আবারও ব্যাটিং ব্যর্থতাই সামনে এসেছে। কাঠগড়ায় উঠেছে মিস ফিল্ডিংও।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অবশ্য অধিনায়ক মাহমুদউল্লাহ ব্যাটারদের দিকেই আঙুল তুললেন। তিনি বলেছেন, ‘আমাদের শুরুটা আজ খারাপ ছিল না। আফিফ (হোসেন) ও (নাজমুল হোসেন) শান্ত ভালো ব্যাটিং করেছে। আমি ও শান্ত চেয়েছিলাম ভালো একটি জুটি গড়তে। কিন্তু আমরা শেষ ওভারগুলোতে নিজেদের পরিকল্পনা প্রয়োগ করতে পারিনি। আমি মনে করি, আমাদের মতো দলের ১৫ ওভার পর্যন্ত একজন ব্যাটার থিতু হয়ে থাকা উচিত। কিন্তু আমরা সেসব করতে পারিনি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটারদের ব্যর্থতার সঙ্গে বাজে ফিল্ডিংয়েও ভুগতে হয়েছে বাংলাদেশকে। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ে উন্নতি চোখে পড়েছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে আবার একই অবস্থা। গুরুত্বপূর্ণ দুটি ক্যাচ ফেলেছে বাংলাদেশ। প্রথমটা সাইফ হাসান। দ্বিতীয়টা তাসকিন আহমেদ। ফিল্ডিং নিয়ে মাহমুদউল্লাহর বক্তব্য, ‘ছেলেরা অনুশীলনে যথেষ্ট নিবেদন দেখায়। ক্যাচ ধরে এবং প্রত্যেকটি কাজ ঠিকঠাকভাবে করে। কিন্তু ম্যাচে ভুল করে ফেলছে।’

অবশ্য বোলারদের পারফরম্যান্সে দারুণ খুশি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক, ‘শেষ পাঁচ-ছয় মাস আমাদের বোলিং আক্রমণ দারুণ করছে। পেসার ও স্পিনাররা সমানতালে পারফর্ম করছে। কিন্তু আমাদের ব্যাটাররাই ভালো কিছু করতে পারছে না।’