অধ্যাপক ডা. এ.এফ.এম.আমিনুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম মেডিকেল কলেজের  মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক, প্রথিতযশা চিকিৎসক অধ্যাপক ডা. এ.এফ.এম.আমিনুল ইসলাম আজ দুপুর ১২.৪৫ মিনিটে সিএসসিআর হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে—- রাজেউন)।

অধ্যাপক ডাঃ এ.এফ.এম.আমিনুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেন। ৮০ দশকের  মাঝামাঝি সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে শিক্ষকতা থেকে অবসরে যান।

অধ্যাপক ডা. এ.এফ.এম.আমিনুল ইসলাম মেডিকেল ছাত্রদের কাছে একজন কিংবদন্তীতুল্য শিক্ষক ছিলেন। বাংলাদেশের মেডিকেল শিক্ষার মান উন্নয়ন এবং সমসাময়িক স্বাস্থ্যসেবার আধুনিকায়নে তাঁর অবদান সর্বজনস্বীকৃত।

অধ্যাপক ডা. এ.এফ.এম.আমিনুল  ইসলাম বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বি.এম.এ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদেও অধিষ্ঠিত ছিলেন।

মৃত্যুকালে তিনি ৫ কন্যা, এক পুত্র, নাতি-নাতনি এবং দেশ জুড়ে অসংখ্য ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ডা. এ.এফ.এম.আমিনুল  ইসলামের নামাজে  জানাজা আগামীকাল ৭ মার্চ সোমবার সকাল সাড়ে ন’টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ  প্রাঙ্গণে এবং ২য় নামাজে জানাজা বাদ যোহর মীর্জাখীল কুতুব পাড়া মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজার পর  পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।