ইউনাইটেড হাসপাতালের আগুনে নিহত ৫ জনের তিনজন করোনা রোগী

সুপ্রভাত ডেস্ক :

রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে বুধবার রাতের অগ্নিকাণ্ডে করোনা ইউনিটের ৫ জন রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন করোনা আক্রান্ত।

নিহতরা হলেন মো. মাহবুব (৫০), মো. মনির হোসেন (৭৫), ভারনন এ্যান্থনী পল (৭৪), খাদেজা বেগম (৭০) এবং রিয়াজ উল আলম (৪৫)।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, বুধবার রাত ১০টার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে জড়ো হয়েছে। আগুন আধা ঘণ্টার মধ্যেই নেভানো হয়েছে বলে জানান তিনি।

রাত সোয়া ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ সাংবাদিকদের বলেন, রাত ৯টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এটা হাসপাতালের মূল ভবনের বাইরে। অস্থায়ী স্থাপনা বানানো।

তিনি আরও জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছেন। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত খোদেজা বেগমের ছেলে রাত ১২টার দিকে সাংবাদিকদের জানান, গত দু’দিন আগে ২৫ মে রাতে তার মাকে এই হাসপাতালে ভর্তি করান। তার মা বাসায় পড়ে আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য মাকে এখানে নিয়ে আসেন তিনি। তবে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা ভিডিওতে দেখা যায়, বেসরকারি হাসপাতালটির নিচের প্রাঙ্গণে দাউ দাউ করে আগুন জ্বলছিল।