‘মালিঙ্গাকে মিস করবে মুম্বাই’

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
মরু শহরে করোনাভাইরাস আবহে শনিবার থেকে শুরু হচ্ছে প্রতিক্ষীত আইপিএল থার্টিন৷ চলতি আইপিএলে অনেক তারকা ক্রিকেটারই ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন৷ যাদের মধ্যে অন্যতম মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা পেসার লসিথ মালিঙ্গা৷ তাকে মিস করবে বলে বৃহস্পতিবার জানিয়ে দেন মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন রোহিত শর্মা৷
করোনার কারণে প্রাক-মরশুম অনলাইন সাংবাদিক সম্মেলনে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক বলেন, আমি মনে করি, মলিঙ্গার জুতোয় পা-গলানো কারোর পক্ষে সহজ হবে৷ তিনি ছিলেন মুম্বাইয়ের ম্যাচ-উইনার। আমি বহুবার বলেছি, যখনই আমরা সমস্যায় পড়েছিল, মালিঙ্গা সেখান থেকে আমাদের উতরে দিয়েছেন৷ মালিঙ্গার অভিজ্ঞতা আমরা মিস করব৷ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অতীতে যা পারপরম্যান্স করেছে, তা অবিশ্বাস্য৷ দুর্ভাগ্যজনক যে এই বছর মালিঙ্গা দলের একজন হতে পারছে না৷’
ব্যক্তিগত কারণে চলতি বছরের আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার৷ তার অবিশ্বাস্য ‘অতীতের পারফরম্যান্সের কারণে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের তাকে মিস করাটাও স্বাভাবিক৷ ৩৭ বছর বয়সি মালিঙ্গা হলেন আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি৷ তার দখলে রয়েছে ১৭০টি উইকেট৷ চারবারের চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্যকে না-পাওয়াটা স্বাভাবিকভাবেই দলের কাছে বড় ধাক্কা৷ ১৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে গতবারের রানার্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে৷ অর্থাৎ প্রথম ম্যাচেই আইপিএলের ইতিহাসে সবচেয় সফল দুই অধিনায়কের মস্তিষ্কের লড়াই৷
মালিঙ্গা পরিবর্ত হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স নিয়েছে অজি পেসার জেমস প্যাটিনসনকে৷ দলের বোলিং লাইন-আপ নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেনের বক্তব্য, ‘আমরা জেমস প্যাটিনসনকে পেয়েছে৷ এছাড়াও দলে ধবল কুলকার্নি, মহসিন খান রয়েছে৷ তবে এই নামগুলি দিলে আমরা মালিঙ্গাকে প্রতিস্থাপন করতে চাইছি। যদিও মালিঙ্গা মুম্বাইয়ের পক্ষে যা করেছে, তার তুলনা হয় না৷’
বুধবারই রোহিতকে সংক্ষিপ্ত ফর্ম্যাটে বিপজ্জনক ব্যাটসম্যান বলেছেন প্রাক্তন মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন ও কোচ রিকি পন্টিং৷ এদিন দলে নিজের ভূমিকা ব্যাখ্যা করেন রোহিত৷ তিনি বলেন, ‘আমি গত বছরও পুরো টুর্নামেন্টটে ওপেন করেছিলাম৷ এ বছরও আমি তা চালিয়ে যাব। তবে দলের প্রয়োজনে সব জায়গাতেই আমার খেলতে অসুবিধা নেই৷’খবর : কলকাতাটোয়েন্টিফোর’র।